wowslider.com

Organogram


সাংগঠনিক কাঠামো

ক্রম নং বিস্তারিত
৫.১ সাধারণ পরিষদ
৫.২ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
৫.৩ ইউনিয়ন পরিষদ
৫.৪ শাখা পরিষদ
৫.৫ উপ-পরিষদ
৫.৬ নির্বাচন পরিষদ
সাধারণ পরিষদ
৬.১ সমিতির সকল সদস্য সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত হবে। এই পরিষদ সমিতির যে কোন ব্যাপারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে। বৎসরে সাধারণ পরিষদের অন্ততঃপক্ষে দুটি সভা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
৭.১ সাধারণ পরিষদের দুই সভার মধ্যবর্তী সময়ে সমিতির সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ থাকবে।

নিম্নলিখিত পদ সমূহ দ্বারা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে

পদের নাম পদ সংখ্যা
প্রেসিডেন্ট ০১
ভাইস প্রেসিডেন্ট ০৫
মহা-সচিব ০১
সম্পাদক ০৫
সাংগঠনিক সম্পাদক ০৫
দপ্তর সম্পাদক ০১
প্রচার সম্পাদক ০৫
তথ্য ও গবেষণা সম্পাদক ০১
পত্রিকা সম্পাদক ০১
সহকারী পত্রিকা সম্পাদক ০১
কোষাধ্যক্ষ ০১
সদস্য ২০
প্রেসিডেন্ট (পূর্বতন) ০১
মহা-সচিব (পূর্বতন) ০১
মোট = ৪১
ইউনিক পরিষদের চেয়ারম্যান ও সম্পাদকগণ, ইউনিট পরিষদ কর্তৃক মনোনীত সদস্য/সদস্যগণ কোন কোম্পানী) সংস্থার প্রতি ৫০ (পঞ্চাশ) জন সদস্যের জন্য ০১ (এক) জন হিসাবে এবং শাখা পরিষদের চেয়ারম্যান ও সম্পাদকগণ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হবেন।
ক্রম নং বিস্তারিত
৭.২ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠণের সময় নিম্নলিখিত বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হবে।
৭.২.১ প্রেসিডেন্ট ও মহাসচিব দু’জন যথাক্রমে পানি ও বিদ্যুৎ উইং থেকে এবং পরবর্তীবার বিপরীতে ক্রমানুসারে হবেন।
৭.২.২ ভাইস প্রেসিডেন্ট, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ১জন পানি উইং হতে ০২ জন এবং ও বিদ্যুৎ উইং হতে ০৩ জন করে হবেন।
৭.২.৩ সদস্য পদে পাউবো থেকে ৮ জন ও পানি উইং এর অন্যান্য প্রতিষ্ঠান হতে ০২, বিউবো থেকে ৮ জন এবং ডেসা থেকে ৪জন ডিপিডিসি হতে ০২ জন, ডেসকো হতে ০২ জন এবং বিদ্যুৎ উইং অন্যান্য প্রতিষ্ঠান হতে ০৪ জন হবেন।
৭.২.৪ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, পত্রিকা/সহকারী পত্রিকা ও কোষাধ্যক্ষ পানি ও বিদ্যুৎ উইং থেকে পরবর্তীবার বিপরীতে ক্রমানুসারে হবেন।
ইউনিট ও শাখা পরিষদঃ
৮.১ কোন কোম্পানী/সংস্থায় ন্যূনতম ২৫ (পঁচিশ) জন সদস্য কার্যরত থাকলে নির্বাচনের মাধ্যমে ইউনিট পরিষদ গঠন করা যাবে।
৮.২ ঢাকার বাইরে কোন এলাকায়/ জেলায় কমপক্ষে ২০ (বিশ) জন সদস্য কার্যরত থাকলে নির্বাচনের মাধ্যমে শাখা পরিষদ গঠন করা যাবে।
৮.৩ ইউনিট/শাখা পরিষদ এই গঠনতন্ত্রের ভিত্তিতে কাজ করবে। সমিতির সকল ব্যাপারে ইউনিট/শাখা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্দেশ মেনে চলতে বাধ্য থাকবে।

নিম্নলিখিত পদ সমন্বয়ে ইউনিট ও শাখা পরিষদ গঠিত হবে

ইউনিট পরিষদ/শাখা পরিষদ

পদের নাম পদ সংখ্যা
চেয়ারম্যান ০১
ভাইস চেয়ারম্যান ০২
সম্পাদক ০১
যুগ্ম সম্পাদক ০১
সাংগঠনিক সম্পাদক ০১
কোষাধ্যক্ষ ০১
তথ্য ও গবেষণা প্রচার সম্পাদক ০১
দপ্তর সম্পাদক ০১
সদস্য ০৪
মোট = ১৩